দীর্ঘ এক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটের বাহিরে আছেন টম কুরান। সাদা ও লাল বলের পার্থক্য বুঝতে পারায় টেস্ট ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছেন তিনি। ২০১৭-১৮ অ্যাশেজ মৌসুমে ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট খেলার পর আর দলে দেখা যায়নি তাকে। তবে এতদিন পরে এসে ভাই স্যামের সাথে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখছেন টম।
সম্প্রতি স্যামের সাথে এক ভিডিও কনফারেন্স আড্ডায় টম বলেন, আমি টেস্ট খেলার জন্য সত্যিই মুখিয়ে আছি। যদিও এটি কঠিন কারণ গত কয়েক বছর হলো আমি সাদা বল খেলছি। টেস্ট চ্যাম্পিয়নশীপে খেলতে না পারায় সত্যিই কষ্ট হয়।
তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেট বেশ মনোযোগ ছিল। এখন দক্ষতা বিকাশের মাধ্যমে সাদা ও লাল বলের ভারসাম্য বজায় রাখতে চাই এবং সুযোগের জন্য অপেক্ষা করছি। আমি সবসময় অনুশীলন করে যেতে চাই আর যখন সুযোগ পাবো তখন তা কাজে লাগাতে চাই। আমি স্যামের সাথে টেস্ট খেলতে চাই।
করোনাভাইরাসের কবলে পড়ে স্তবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। এত লম্বা সময়ের ছুটি আর কখনও দেখেনি ক্রিকেটাররা। টম স্বীকার করেছেন যে তিনি খেলাটি ভীষণ মিস করছেন।
তিনি বলেন, গত চার পাঁচ বছর ধরে এক টানা খেলা চলছে। আমি মনে করি প্রত্যেকে ঘরে বন্দি হয়ে থাকা ও খেলা না হওয়া সবার জন্যই ধাক্কা। তবে সবাই এটিকে মিস করছেন।
তিনি আরও বলেন, আমি মানসিকভাবে সতেজ থাকার জন্য সময় নির্ধারণ করে নিয়েছি। এটি অবশ্যই ভয়াবহ সময়, তবে আমরা সবাই ইতিবাচক থাকার চেষ্টা করছি যাতে খেলা শুরু হলে আমরা ভালোভাবে শুরু করতে পারি।