বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ লায়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৪ এপ্রিল ২০২০
বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ লায়ন

ফাইল ছবি

আইসিসির টুর্নামেন্ট ছাড়া দ্বি-পাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে খুব একটা মুখোমুখি হতে দেখা যায় না। আর টেস্ট ক্রিকেটে তো একেবারে দেখা হয় না বললেই চলে। এফটিপির সূচি অনুযায়ী এবছর দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে দুই বোর্ডের সম্মতিতে তা স্থগিত করা হয়। আর তাতে হতাশ অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।

সর্বশেষ সফরে প্রথম টেস্টে হার, সিরিজ হারের শঙ্কা, কিছুই ভোলেননি নাথান লায়ন। ২০১৭ সালের সেই সিরিজে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনারের ধারণা, এবারও বাংলাদেশ সফর তাদের জন্য  কঠিন এক পরীক্ষা হতে পারত। কিন্তু সেই চ্যালেঞ্জ আপাতত পিছিয়ে যাওয়ায় হতাশ লায়ন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে যাওয়া হচ্ছে না বলে আমি হতাশ হয়েছি। গতবারও বাংলাদেশ সফর আমি উপভোগ করেছি। অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ ছিল।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে মুখিয়ে নাথান লায়ন। এই সিরিজটা যেন নতুন সূচিতে অনুষ্ঠিত হয় তার জন্য লায়ন আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছেন ।

তিনি বলেন, ‘আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি এই সিরিজটির বিষয়ে ভাববে। আমি মনে করি তারা চাইলে সেখানে খেলতে পারব।’

শুধু বাংলাদেশ সফর নয়, করোনাভাইরাসের কারণে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও জেগেছে শঙ্কা । তবে লায়ন চান, যখনই ফাইনাল হোক, অস্ট্রেলিয়া যেন ফাইনালে খেলে।

লায়ন বলেন, ‘ফাইনাল যেখানে হোক, যখনই হোক আমি চাইবো একটা দল যেন অস্ট্রেলিয়া হয়। ফাইনাল খেলতে আমরা এখনও ঠিক পথেই আছি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

টিম পেইন অধিনায়ক হিসেবে দুর্দান্ত : নাথান লায়ন

টিম পেইন অধিনায়ক হিসেবে দুর্দান্ত : নাথান লায়ন

ধোনি কিভাবে দলে সুযোগ পাবে : গৌতম গম্ভীর

ধোনি কিভাবে দলে সুযোগ পাবে : গৌতম গম্ভীর

করোনায় প্রথম কোন ক্রিকেটারের মৃত্যু

করোনায় প্রথম কোন ক্রিকেটারের মৃত্যু