চলতি বছরের জুনে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ঢাকা আসার সূচি রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সেই সফর অসম্ভব বলে মনে করছেন দেশটির টেস্ট অধিনায়ক টিম পেইন।
মঙ্গলবার (৩১ মার্চ) তার গাড়ি থেকে মানিব্যাগ চুরি যাওয়ার পর ইএসপিএনের সাথে কথা বলার সময় এ তথ্য জানিয়েছেন তিনি।
টিম পেইন বলেন, বাংলাদেশ সফরটি অসম্ভব বলে মনে হচ্ছে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি সিরিজগুলো বিলম্বিত হওয়ার পরে কী হবে তা নিয়েও আইসিসির কাছে এখনও পরিকল্পনা করা হয়নি।
তিনি বলেন, এ সময়ে আমি মনে করি যে, আপনাকে আইনস্টাইন হয়ে অনুধাবন করতে হবে- এমনটা নয়। জুনের সিরিজ এগিয়ে নেওয়ার সম্ভাবনা নেই। এটি পুরোপুরি বাতিল হবে নাকি পিছিয়ে দেওয়া হবে তা নিশ্চিত নই আমরা। তবে দিন শেষে যদি বেশ কয়েকটি টেস্ট ম্যাচ হারাতে হয় তাহলে আমরা তাই করব।
অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, আমি মনে করি কিছু সিরিজ এগিয়ে আনা হচ্ছে নাকি পিছিয়ে দেওয়া হচ্ছে কিংবা বাতিল করা হচ্ছে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। খেলোয়াড়দের এমন একটা সময় পার করতে হবে যে, যেখানে পাঁচ সপ্তাহই ক্রিকেট খেলতে হবে। তবুও যদি আমরা টেস্ট চ্যাম্পিয়নশীপ শেষ করতে পারি তা ভালো।
সর্বশেষে তিনি বলেন, প্রত্যেকটি টেস্ট ম্যাচ কোন না কোন দিক থেকে গুরুত্বপূর্ণ। আমি মনে করি সব খেলোয়াড়েরা তা শেষ করার আপ্রাণ চেষ্টা করবে। তবে পৃথিবীর এই বড় সমস্যাতে কয়েকটি টেস্ট ম্যাচ আমাদের ক্ষতি করতে পারে না।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে জুনে ঢাকা আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের মধ্যে প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি ঢাকার শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।
এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বেশ কয়েকবার স্থগিত করা হয়। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চেও এ সফর হওয়ার কথা ছিল। তবে তা আর হয়নি।