প্রাণঘাতি করোনাভাইরাস যখন বিশ্বে মহামারী আকারে রূপ নিয়েছে, বিশ্ব ক্রীড়াঙ্গন যখন স্থবির হয়ে পড়েছে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ইভেন্ট, এমনকি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন নিয়েও যখন আয়োজকরা শঙ্কিত তার মাঝেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজ মাঠে আগামী জুন মাসে তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। তবে এখন সেটি জুনের পরিবর্তে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে ক্যারিবীয় অঞ্চলে। ৪ জুন ওভালে শুরু হওয়ার কথা ছিল এ সিরিজ। তবে পুরো ইউরোপ জুড়ে করোনার বিস্তারে সেটি না হওযার যথেষ্ঠ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কেননা এই মুহূর্তে প্রাণঘাতি এ ভাইরাসের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে ইউরোপ।
ইএসপিনক্রিকইনফোর এক রিপোর্টে বলা হয়েছে- সাম্প্রতিক সময়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি) এ বিষয়ে আলোচনা করছে। বিকল্প হিসেবে সিরিজটি ক্যারিবীয় অঞ্চলে আয়োজনে সুচি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
কেবলমাত্র ইংল্যান্ড সিরিজই নয়। এমনকি পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজটিও আয়োজনের প্রস্তাব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩০ জুলাই ইংল্যান্ড- পাকিস্তান সিরিজ শুরুর সূচি রয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন,‘গত কয়েক দিনে আমি ইসিবি প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে দুই বার আলোচনা করেছি।’
সিরিজ আয়োজনে তারা সর্বাত্মক সমর্থন ও সাহায্য করবেন বলেও হ্যারিসনকে নিশ্চিত করেছেন গ্রেভ। ক্যারিবীয় অঞ্চলে সিরিজ আয়োজন করলেও বানিজ্যক ও সম্প্রচার সত্ব সব কিছু ইসিবির থাকবে বলেও উল্লেখ করেন গ্রেভ। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ইংল্যান্ডে দুই হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ইংল্যান্ড সম্প্রতি শ্রীলংকা সফরে গিয়েও শেষ পর্যন্ত দুই টেস্টের সিরিজ স্থগিত করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আট হাজারের বেশি মানুষ মারা গেছে।