বাংলাদেশের ব্যাটিং পরামর্শদাতা হচ্ছেন ভারতের ব্যাটিং অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমন তথ্য জানানোর একদিন পর জানা গেল- তা আর হচ্ছে না। বিসিবির সাথে কথা হলেও ব্যক্তিগত কারণে তিনি আপাতত তামিম-মমিনুল-মুশফিকদের দায়িত্ব নিতে পারছেন না।
বাংলাদেশের দায়িত্ব নিতে না পারার কারণ হিসেবে বাঙ্গারের পক্ষ থেকে জানানো হয়, তিনি স্টার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আছেন। যার ফলে তিনি ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই স্টারের সাথে চুক্তি বাতিল করবেন না।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে বাঙ্গার বলেছেন, ‘আট সপ্তাহ আগে আমাকে এ প্রস্তাব (টাইগারদের ব্যাটিং কোচ) দেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আমি স্টারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছি। আমার ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রাখার সুযোগ এতে রয়েছে। তবে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
টাইগারদের রঙিন পোশাকে বাংলাদেশের ব্যাটিং দায়িত্ব পালন করছেন নীল ম্যাকেঞ্জি। সম্প্রতি টেস্ট দলেরও দায়িত্ব পালন করছেন তিনি। তবে এ দায়িত্ব নিতে বরাবরই অনাগ্রহ প্রকাশ করেছেন ম্যাকেঞ্জি। ফলে মমিনুলদের জন্য স্থায়ী কোচ খুঁজছে বিসিবি।
হোম ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুনে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে মমিনুলদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে বাঙ্গার কাজ করতে পারেন বলে জানানো হয়েছিল। তবে আপাতত সেটি আর হলো না।
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন বাঙ্গার। গত সেপ্টেম্বরে তার জায়গায় বিক্রম রাঠোরকে দায়িত্ব দেয় ভারত। ৪৭ বছর বয়সি দেশের হয়ে ১২ টেস্ট ও ১৫ একদিনের ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্রিকেটে খেলেছেন বাঙ্গার।