টেস্টকে বলা হয় ক্রিকেটের কেন্দ্রবিন্দু আর ভারত-পাকিস্তানকে বলা হয় ক্রিকেট জগতের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের মহারণে দেখা হবে না এই দুই দলের। যা একদমই পছন্দ হয়নি ওয়াকার ইউনিসের। তিনি মনে করেন ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ মূল্যহীন।
এক ভিডিও সাক্ষাৎকারে ওয়াকার বলেন, ‘আমি জানি, পাকিস্তান-ভারত সরকারের মধ্যকার সম্পর্ক ভালো নয়। তবে আমার মনে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ রাখার করার মাধ্যমে এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারত আইসিসি। কারণ আমার কাছে ভারত ও পাকিস্তানের ম্যাচ ছাড়া এই চ্যাম্পিয়নশিপের কোনো মূল্যই নেই।’
এছাড়া ভারতীয় পেসারদের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘আপনি যদি দেখেন, পেস ডিপার্টমেন্টে ভারত অনেক কাজ করেছে। যে কারণে নিয়মিতই ১৪০ কিমি গতির পাচ্ছে তারা। অতীতে কিন্তু এমন ছিলো না। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পেসারদের কারণেই টেস্টসহ অন্যান্য ফরম্যাটে উড়ছে ভারত।’
টেস্টের সেরা দল গুলোকে নিয়ে ২০১৯ সালে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। দুই বছরের ক্যালেন্ডারে সব দল খেলবে ছয়টি করে টেস্ট সিরিজ। মোট ৭২০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ।