শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৩ মার্চ ২০২০
শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করে দেশে ফিরছে ইংল্যান্ড

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়েও খেলা হলো না ইংল্যান্ড ক্রিকেট দলের। দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে পুরো সিরিজি স্থগিত করা হয়েছে। ফলে সিরিজ না খেলেই দেশে ফিরে যাচ্ছে জো রুটরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি করোনাভাইরাসকে একটি মহামারী ভাইরাস হিসেবে ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে যার ব্যাপক বিস্তার। ইতোমধ্যে একশটিরও বেশি দেশে এ মরণব্যাধি ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে বর্তমানে বেশ কিছু ম্যাচ দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। এরপরও ভয় ও শঙ্কা রয়ে যাচ্ছে। যার ফল ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সিরিজ স্থগিত।

দুই বোর্ডে সম্মতিতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজটি স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানায়, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে আলোচনার পর আমরা আমাদের খেলোয়াড়দের যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে আসন্ন টেস্ট সিরিজটিও আপাতত স্থগিত করা হলো।’

তারা আরও জানায়, ‘এ মূর্হুতে আমাদের খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সুস্থতা এবং সাপোর্ট দলের অবস্থাও ভালো। আমরা এখন যত দ্রুত সম্ভব, পরিবারের কাছে তাদের ফিরিয়ে আনবো।’

টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কা পৌঁছায় ইংল্যান্ড দল। মূল লড়াইয়ের আগে দু’টি প্রস্তুতি মূলক ম্যাচ ছিল ইংলিশদের। তিনদিনের প্রথমটি ৯ মার্চ শেষ হয়। এর চারদিনের দ্বিতীয়টি ১২ মার্চ শুরু হয়। আজও দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় দিন চলছিল। তবে খেলাচলাকালীন সিরিজ স্থগিত করে ইসিবি।

ইসিবি সিরিজ স্থগিত ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪০ মিনিটে ম্যাচের ইতি টেনে মাঠ ত্যাগ করে ইংল্যান্ড।

এদিকে, করোনাভাইরাসের আক্রমণে ভারত-দক্ষিণ আফ্রিকার শেষ দুই ওয়ানডে ম্যাচে থাকবে না কোন দশর্ক। সিডনিতে শুক্রবার (১৩ মার্চ) অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেও হয়েছে গ্যালারি শূন্য।



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেল আইপিএল

পিছিয়ে গেল আইপিএল

দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

১১ বছর পর সেই লাহোরে সাঙ্গাকারা

১১ বছর পর সেই লাহোরে সাঙ্গাকারা

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা