শ্রীলঙ্কার সপ্তম বোলার হিসেবে টেস্টে ১শ’ উইকেট শিকারের মালিক হলেন ডান-হাতি পেসার সুরাঙ্গা লাকমাল।
ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৫ রানে ৩ উইকেট নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। লাকমলের আগে শ্রীলঙ্কার পক্ষে ছয় বোলার টেস্টে ১শ’ উইকেট নিয়েছিলেন।
তারা হলেন- মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, চামিন্ডা ভাস, দিলরুয়ান পেরেরা, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্ন্দাদো।
সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে লাকমলের টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান ছিল ৪৩ ম্যাচে ৯৯ উইকেট।
ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। এবার ঢাকা অনিষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
২০১৭ সালে দুর্দান্ত পারফরম্যান্স করা পেস বোলার সুরাঙ্গা লাকমালকে বাংলাদেশের এ সফরে সহ-অধিনায়ক করা হয়েছে।