বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে অবশেষে ঢাকা আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের মধ্যে প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি ঢাকার শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বেশ কয়েকবার স্থগিত করা হয়। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চেও এ সফর হওয়ার কথা ছিল। তবে তা আর হয়নি। অবশেষে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে চূড়ান্ত তথ্য জানালো বিসিবি।
বিসিবি জানায়, সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে ১১-১৫ জুন সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ঢাকায় সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯-২৩ জুন।
এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে প্রস্তুতি ম্যাচের সূচি এখনও নির্ধারিত হয়নি। এছাড়া জুনের ঠিক কত তারিখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকা আসবে তার তারিখও জানানো হয়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। অস্ট্রেলিয়া ক্রিকেট দল সর্বশেষে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছে। সে সময় ১-১ ব্যবধানে ড্র হয়েছিল টেস্ট সিরিজ।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরের সূচিও প্রকাশ করেছে বিসিবি। যদিও এর আগে আয়ারল্যান্ড একই সূচি জানিয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী তিন ম্যাচ ওয়ানডে ও চার ম্যাচে টি-টোয়েন্টি খেলতে ৮ মে দেশ ছাড়বে টাইগাররা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও সফরের টি-টোয়েন্টি সিরিজের আয়োজক ইংল্যান্ড। প্রায় তিন সপ্তাহের সফর শেষে ৩০ মে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর সূচি
প্রথম টেস্ট : ১১-১৫ জুন, ভেন্যু- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট : ১৯-২৩ জুন, ভেন্যু- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।