নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। ইনজুরির থাকা সত্বেও দলে জায়গা পেয়েছেন কুশল পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে।
আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন পেরেরা। প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। সে ক্ষেত্রে দ্বিতীয় ও শেষ টেস্টে পেরেরাকে পাবার আশা করছে শ্রীলংকা। আর
হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন হাসারাঙ্গা। তারপরও ১৬তম সদস্য হিসেবে দলে আছেন তিনি। প্রথম টেস্টের আগে হাসারাঙ্গার সুস্থতার প্রত্যাশা করছে বোর্ড। তাই তার জন্য প্রথম টেস্টের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবে শ্রীলংকা। যদি তিনি সুস্থ হতে না পারেন, তবে তার পরিবর্তে অন্য খেলোয়াড় দলে নিবে লংকানরা।
গেল জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টেস্ট দল থেকে শুধুমাত্র বাদ পড়েছেন থিরিমান্নে। অবশ্য ওই সিরিজে কোন ম্যাচ খেলেননি তিনি। গেল আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন থিরিমান্নে। গলে ১৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর কলম্বোতে ২৭ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সর্বশেষ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড।
শ্রীলংকা টেস্ট দল :
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, লক্ষণ সান্দাকান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (সুস্থ না হলে প্রথম টেস্টের আগে তার পরিবর্তে অন্য খেলোয়াড়ের নাম ঘোষনা করা হবে)।