আইসিসি টেস্ট র্যাংকিংএ বোলিং তালিকায় উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের তিন পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও ভারতের পেসার জসপ্রিত বুমরাহর। সদ্যই শেষ হওয়া নিউজিল্যান্ড-ভারত টেস্ট সিরিজ শেষে র্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নিউজিল্যান্ডের সাউদি। ২ ম্যাচের ৪ ইনিংসে ১৪ উইকেট শিকার করেন তিনি। যার সুবাদে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৮১২ রেটিং নিয়ে চতুর্থস্থানে উঠে এসেছেনে এই পেসার।
সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বোল্ট। ১১ উইকেট নিয়ে চার ধাপ উঠে এসে র্যাংকিং তালিকার শীর্ষ দশে প্রবেশ করেছেন তিনি। ৭৭০ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে বোল্ট। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট অভিষেক হয় জেমিসনের।
বল হাতে দুই টেস্টেই চমক দেখিয়েছেন তিনি। শিকার করেন সিরিজের তৃতীয় সর্বোচ্চ ৯ উইকেট। সিরিজ শেষে র্যাংকিং তালিকায় ৩৩৫ রেটিং নিয়ে ৪৩তমস্থানে রয়েছেন জেমিসন।
নিউজিল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে ভারত। সিরিজে ভারতীয় বোলারদের পারফরমেন্স আশানুরুপ হয়নি। বুমরাহ দলের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন। সিরিজের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ৬ উইকেট পাওয়ায় র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছেন বুমরাহ। ৭৭৯ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে তিনি।
তালিকার শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।