অস্বস্তি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। তবে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। ম্যাচের চতুর্থ দিনের চা-বিরতির আগে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের হাসি হাসলো বাংলাদেশ।
স্বস্তির এ জয় এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সহায়ক হবে বলে মনে করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
মমিনুল বলেন, একটা জয় থাকলে আমার কাছে মনে হয় পুরো দলই আত্মবিশ্বাস ফিরে পায়। আমার কাছে মনে হয় পাকিস্তানে এ জয় কাজে দেবে।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে এ জয় স্বস্তি বলতে নারাজ মমিনুল। বলেন, আসলে স্বস্তি না। দল যেভাবে কাজ করবে, যেমনটা হওয়া উচিত সেভাবে, মানে খেলোয়াড়রা দল হিসেবে কিভাবে কাজ করবে, কিভাবে খেলবে সেই জিনিসটা আমি সবসময় আসলে দেখতে চাইছিলাম। এটা আমি ফিল করতে চাইছিলাম।
তিনি বলেন, আমার কাছে মনে হয় যে, প্রথম ইনিংস থেকে আপনারা হয়তো খেয়াল করেছেন। পেস বোলার থেকে শুরু করে স্পিনাররা এমনকি ব্যাটসম্যানরা পর্যন্ত সেভাবে দলের যা দরকার সেভাবে করেছে। এ কারণে আমার কাছে মনে হয় ফলাফলটি এসেছে।
দলের জয়ের অবদান রাখতে পেরে খুশি টাইগার অধিনায়ক। মমিনুল বলেন, ‘হ্যাঁ, একটু তো অবদান রাখতে পারলে ভালো লাগে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে এবং দলের একজন সদস্য হিসেবে সবসময় সবার কাছে এটা কাম্য যদি আপনি কিছু করতে পারেন।
তিনি আরও বলেন, আমার মনে হয় আমি দলের জন্য কিছু অবদান রাখতে পেরেছি এবং সেটা করতে পারলে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় ছোট ছোট অবদান রাখাটাও অনেক বেশি কিছু।