জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অপরাজিত ২০৩ রান করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে জিম্বাবুয়ের বোলিং খুব একটা চ্যালেঞ্জিং ছিল না বলে জানিয়েছেন মুশফিকুর রহিম।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, সেঞ্চুরি পূরণ করার পর আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম যে ধৈর্য্য ও মনোযোগ দিয়ে যদি ব্যাটিংটা চালিয়ে যেতে পারি তাহলে হয়তো ডাবল সেঞ্চুরি করতে পারব।
উইকেট ব্যাটিং করার জন্য বেশ উপযুক্ত ছিল। এখানে সচরাচর এমন উইকেট আমরা পাই না। সত্যিকার অর্থে জিম্বাবুয়ের বোলিং খুব একটা চ্যালেঞ্জিং ছিল না।
এটি ছিল মুশফিকুর রহিমের তৃতীয় ডাবল সেঞ্চুরি। এরই ধারাবাহিকতায় তিনি ৪৪১৩ রান নিয়ে বাংলাদেশ দলের শীর্ষ টেস্ট রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এমন ব্যাটিংয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন ৪৪০৫ রান সংগ্রহকারী ওপেনার তামিম ইকবাল।
অবশ্য মুশফিক ছাড়া এখনো পর্যন্ত বাংলাদেশের আর কোন ব্যাটসম্যান একাধিক ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারেননি। শুধু মাত্র তামিম ইকবাল ও সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে একটি করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।
অধিনায়ক মমিনুল হকের ১৩২ রানের পাশাপাশি মুশফিকুর রহিমের অপরাজিত ২০৩ রানের ভিত্তিতে তৃতীয় দিনে ৬ উইকেটে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২৬৫ রান করা জিম্বাবুয়ের বিপক্ষে ২৯৫ রানের লিড নিয়েছে টাইগাররা।
জবাবে দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে সফরকারী দল ৯ রান তুলতেই হারিয়েছে দুটি উইকেট।
সেঞ্চুরি পূর্ণ করার পর মুশফিকের উদযাপন ছিল একেবারেই সাদামাটা। তবে ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর বাধভাঙা উদযাপন করেছেন তিনি। এ সময় তিনি কাউকে কিছু একটা ইঙ্গিত করেছেন যেটি পরে স্পষ্ট করেন। নিজের দুই বছর বয়সী পুত্র শাহরুজ রহিম মায়ানকে ডাবল সেঞ্চুরি উৎসর্গ করেছেন বলে জানান মুশফিক।
তিনি বলেন, আসলে মায়ান ডাইনোসার পছন্দ করে। তাই আমি ডাইনোসারের মত বুনো উদযাপনের মাধ্যমে তাকে ভয় দেখাতে চেয়েছি।