নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয় বরণ করেছে বিরাট কোহলির ভারত। প্রথম ইনিংসে ১৬৫ রানের পর দ্বিতীয় ইনিংসেও তাদের সংগ্রহ ছিল ১৯১ রান। ফলে মাত্র ৯ রানের টার্গেট পেয়ে ১ ওভার ৪ বল মোকাবেলা করে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
ভারতীয় ব্যাটিং লাইনআপ বিশ্বমানের। তবে সবুজ বাউন্সি পিচে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতাটা আরও একবার প্রমাণ হলো। নিউজিল্যান্ডের বোলারদের সামনে দুই ইনিংসেই দুইশর নিচে অলআউট হয়েছে কোহলির দল।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে পঞ্চম দিনে খেলতে নেমেছিল ভারত। সুযোগ ছিল ম্যাচটা ড্র করার। তবে টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের তোপে টিকতে পারেনি।
মাত্র ১৬ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে বসে ভারত। আর এ সময়ে রান করে মাত্র ৪৭। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন চতুর্থ দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে আর গৌতম বিহারি।
২৫ রান নিয়ে খেলতে নামা রাহানে ২৯ রান করে হন বোল্টের শিকার। বিহারি সাউদির বলে বোল্ড হন ১৫ রানে। এরপর রিশাভ পান্ত একটু চেষ্টা করেন। তার ৪১ বলে ২৫ রানে ইনিংস পরাজয় থেকে রক্ষা পায় দল। তবে মাত্র ৯ রানের লিড নিতে পারে ভারত।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাউদি দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। বোল্ট নেন ৪ উইকেট। বাকি একটি উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম।
মাত্র ৯ রান তাড়া করতে নেমে টম লাথাম আর টম ব্লান্ডেল ১০ বল (১ ওভার ৪ বল) খরচ করেন। লাথাম ৭ আর ব্লান্ডেল ২ রান নিয়ে ভারতকে লজ্জা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। ম্যাচ সেরা হয়েছেন টিম সাউদি।