সফররত জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন টাইগারদের টেস্ট অধিনায়ক মমিনুল হক। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে এটি তার প্রথম সেঞ্চুরি।
দ্বিতীয় দিন শেষেই ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। ২৪০ রান করা মাত্র ২৫ রান পিছিয়ে ছিল। তৃতীয় দিনের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। অধিনায়ক মমিনুল হক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে এগিয়ে বাংলাদেশের স্কোর।
দলীয় ২৮৮ রানে নিজে টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি পূরণ করেন মমিনুল হক। ১৫৬ বল মোকাবেলা করে এ রান করেন তিনি। তার এ ইনিংসে ১২টি চারের মার রয়েছে। তবে কোন ছয়ের মার ছিল না।
মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের শুরুটা ছিল স্বপ্নময়। এক সময় ‘বাংলাদেশের ব্র্যাডমান’ বলেও তাকে ডাকা হতো। টেস্টে তার রানের গড় ছিল ঈর্ষণীয়। ক্যারিয়ারের প্রথম ১০ ইনিংসে একবারও দুই অংকের নিচে আউট হননি।
তবে গত ১৪ মাসে একটি সেঞ্চুরিও পাননি তিনি। এছাড়া এ সময়ে ১৪ ইনিংসে তার হাফ সেঞ্চুরিও মোটে একটি। সেটাও ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া চট্টগ্রাম টেস্টে।
অবশেষে সেই খারাপ সময় কাটিয়ে উঠলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। তলে নিলেন সেঞ্চুরি। তাও আবার অধিনায়ক হিসেবে।
মমিনুলের সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালের নভেম্বরে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের একটি ইনিংস খেলেছিলেন। জয় পাওয়া ওই টেস্টে ম্যাচসেরাও হয়েছিলেন মমিনুল।