শেষ দিনে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করে স্বাগতিক বাংলাদেশ। তবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্ট জিতে সিরিজ জয়ের লক্ষ্য দু’দলেরই।
তিন বছর আগে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ওই বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া মাহমুদুল্লাহ রিয়াদের দল। সিরিজ জয়ে চোখ শ্রীলঙ্কারও। এমন লক্ষ্য নিয়েই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু’দলের এ ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নেমেই জয় পান মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। তিন নম্বরে নেমে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন মোমিনুল হক। তার সাথে পাল্লা দেয়া চেষ্টা করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ।
কঠিন পরিস্থিতিতে চট্টগ্রাম টেস্ট ড্র করতে পেরে আত্মবিশ্বাসী হয়ে ওঠেছে বাংলাদেশ। তাই ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ।
বলেন, ‘অবশ্যই আমাদের টেস্ট সিরিজ জয়ের সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে আমরা অনেকটা কঠিন পরিস্থিতি থেকে ড্র বের করে নিয়েছি। এখন আমাদের সামনে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ। ২০১৪ সালের পর টেস্ট সিরিজ জেতা হয়নি, এটা ভালো একটা সুযোগ। সব খেলোয়াড়রাই ইতিবাচক চিন্তা করছে। ইতিবাচক চিন্তাগুলোই মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।’
জয়ের সমান ড্র’তে খুশি বাংলাদেশ। তাই ঢাকা টেস্ট জয়ের কথা ভাবছে তারা। জয়ের কথা ভাবছে শ্রীলঙ্কাও। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার আভাস দিয়ে রাখলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দ্বিতীয় টেস্টের আগে চান্ডিমাল বলেন, ‘আমাদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। এটাই আমাদের আসল লক্ষ্য। ভালো ক্রিকেট খেললে ফলাফল আপনার পক্ষে আসবেই। তাই ঢাকা টেস্ট জয়ের লক্ষ্য আমাদেরও আছে।’
বাংলাদেশ দল :
মাহমুুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, নাইম হাসান ও তানবীর হায়দার।
শ্রীলঙ্কা দল :
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, ধনানঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, রোশন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, দুশমন্ত চামিরা, লক্ষন সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গামেগা ও লাহিরু কুমারা।