প্রথম দিনেই নিউজিল্যান্ডের দাপট, কুপোকাত ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০
প্রথম দিনেই নিউজিল্যান্ডের দাপট, কুপোকাত ভারত

ওয়েলিংটন টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। তবে বৃষ্টির কারণে খেলা হয়েছে ৫৫ ওভার। এ ৫৫ ওভারে সফরকারী ভারতের ৫ উইকেট তুলে নিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। বিপরীতে ভারত রান তুলতে পেরেছে মাত্র ১২২।

সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ইনিংস শুরু করেন ওয়ানডে সিরিজের দুই ওপেনার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়াল। নিজের ইনিংসের শুরুতেই ২টি বাউন্ডারি মারেন পৃথ্বী। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে বোল্ড হন পৃথ্বী। তখন নিজের ও দলের রান ১৬।

এরপর মিডল-অর্ডারের অন্যতম দুই ভরসা চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলিকে বিদায় দেন অভিষেক ম্যাচ খেলতে নামা নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার কাইল জেমিসন। উইকেটের সাথে মানাতে ধীরলয়ে খেলতে থাকা পূজারা ১১ রানের বেশি করতে পারেননি।

৪২ বল মোকাবেলা করে ১টি চার মারেন পূজারা। ৭ বলে ২ রানের বেশি করতে পারেননি কোহলি। ফলে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে ভারতকে বেশি ভাবাচ্ছে কোহলির ফর্ম। আন্তর্জাতিক ক্রিকেটে গেল ৮ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরি ও ১৯ ইনিংসে কোন সেঞ্চুরি নেই কোহলির।

দ্রুত ৩ উইকেট পতনে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন আগারওয়াল ও পাঁচ নম্বরে নামা আজিঙ্কা রাহানে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন অগারওয়াল ও রাহানে। ফলে প্রথম সেশনে আর কোন উইকেটের পতন হয়নি। ৩ উইকেটে ৭৯ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় ভারত।

প্রথম সেশনে অপরাজিত থাকায় ভারতের পক্ষে ৩০ বছর পর একটি রেকর্ড গড়লেন আগারওয়াল। ১৯৯০ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে কোন টেস্টের প্রথম সেশনে অপরাজিত থেকে বিরতি গেলেন আগারওয়াল। ১৯৯০ সালে নেপিয়ারে ওপেনার হিসেবে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছিলেন মনোজ প্রভাকর।

বিরতি থেকে ফিরে আগারওয়াল-রাহানের জুটিতে ভাঙন ধরান নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। ৫টি চারে ৮৪ বলে ৩৪ রান করা আগারওয়ালকে নিজের প্রথম শিকার বানান বোল্ট। দলীয় ৮৮ রানে আগারওয়ালের পতনের পর শতরানে পৌঁছাতেই আরও এক ব্যাটসম্যানকে হারায় ভারত। ছয় নম্বরে নামা হনুমা বিহারিকে উইকেটে বেশিক্ষণ থাকতে দেননি জেমিসন। জেমিসনের তৃতীয় শিকার হওয়ার আগে ১টি চারে ৭ রান করেন তিনি।

৪২তম ওভারে দলীয় ১০১ রানে পঞ্চম উইকেট হারিয়ে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ভারত। কিন্তু সেটি হতে দেয়নি বৃষ্টি। ৫৫তম ওভারের পর বৃষ্টি নামলে সেখানেই শেষ প্রথম দিনের লড়াই। অবশ্য বৃষ্টির আগে বেশ সতর্কতার সাথে খেলছিলেন রাহানে ও উইকেটরক্ষক ঋসভ পান্থ।

৮৩ বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন ২১ রানের জুটি গড়েন রাহানে ও পান্থ। দিন শেষে রাহানে ৪টি চারে ১২২ বলে ৩৮ ও পান্থ ১টি চারে ৩৭ বলে ১০ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের জেমিসন ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ইনিংস : ১২২/৫, ৫৫ ওভার (রাহানে ৩৮*, আগারওয়াল ৩৪, জেমিসন ৩/৩৮)।



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছর তিন ফরম্যাটেই থাকছেন কোহলি

তিন বছর তিন ফরম্যাটেই থাকছেন কোহলি

নতুন ইভেন্ট আয়োজনের পরিকল্পনায় আইসিসি

নতুন ইভেন্ট আয়োজনের পরিকল্পনায় আইসিসি

মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন অধিনায়ক করুনারত্নে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন অধিনায়ক করুনারত্নে