চট্টগ্রামের পর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ায় সমান পয়েন্ট অর্জন করেছে দুই দল।
এদিকে চট্টগ্রামের টেস্টে দেকা দিয়েছে দর্শক খরা। তবে ঢাকা টেস্টে দর্শক খরা কাটাতে ভিন্ন পন্হা গ্রহণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় পাঁচ দিনের এ টেস্টে বিনা টিকেটে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা।
তবে এ জন্যও শর্ত জুরে দিয়েছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে বলা হয়, এ জন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে ও পরিচয়পত্র সাথে আনতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ঐ ম্যাচেও একই নিয়মে টেস্ট দেখা সুযোগ ছিল শিক্ষার্থীদের।
সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়া ঢাকা টেস্ট অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।