বাদ মাহমুদউল্লাহ, মুশফিক-তাসকিনের সাথে দলে নতুন দুই মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০
বাদ মাহমুদউল্লাহ, মুশফিক-তাসকিনের সাথে দলে নতুন দুই মুখ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ টেস্ট স্কোয়াডে সবশেষ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে খেলা স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

প্রথমবারের মতো টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন মমিনুল হক। দলে যুক্ত হয়েছেন নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে না খেলা মুশফিকুর রহিম।

অনেক দিন পর দলে ফিরেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ফর্মহীন থাকায় পাক টেস্টে জায়গা না পাওয়া মোস্তাফিজও ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। যুক্ত হয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজও। এছাড়া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির হোসেন রাব্বি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু রোববার মিরপুরে এ দল ঘোষণা করেন। ঘোষিত দলে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও শফিউল ইসলাম, সৌম্য সরকার ও আল আমিন হোসেনের জায়গা হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির হোসেন রাব্বি।



শেয়ার করুন :


আরও পড়ুন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে দল

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে দল

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের নেতৃত্বে আরভিন

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের নেতৃত্বে আরভিন

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষায় নামছে বিশ্বকাপ জয়ী ছয় টাইগার

জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষায় নামছে বিশ্বকাপ জয়ী ছয় টাইগার