পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে এ প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছে সদ্য বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের জয় টাইগার।
বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত ৯ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে এ শিরোপা জয় করে টাইগার যুবারা।
বিশ্বকাপজয়ী দলের ৬ সদস্যকে জিম্বাবুয়ে সিরিজের দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা হলেন- অধিনায়ক আকবর আলী, শরিফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, আমাদের বেশিরভাগ ক্রিকেটারই এখন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলছে। তৃতীয় রাউন্ডের ম্যাচটি শেষ হবে সোমবার। কক্সবাজারে সোমবার পর্যন্ত সেই ম্যাচ খেলে আবার মঙ্গলবার সাভারে খেলা বেশ কঠিন। এছাড়া ২১ ফেব্রুয়ারি থেকে আবার ফাইনাল খেলতে হবে বিসিএলের। তাই যুব দল থেকে ওদের নেওয়ার কথা ভাবা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সিরিজে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
মূল সিরিজ শুরুর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট। বাকি টেস্ট ও টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।