বিহারির সেঞ্চুরির পরও প্রথম দিনেই অলআউট ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০
বিহারির সেঞ্চুরির পরও প্রথম দিনেই অলআউট ভারত

টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছে বিরাট কোহলির ভারত। এবার টেস্ট সিরিজ খেলার আগে একমাত্র প্রস্তুতিতে প্রথম দিনেই অলআউট হয়েছে ভারত।

হনুমা বিহারির সেঞ্চুরির পরও নিউজিল্যান্ড সফরে তিনদিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনই অলআউট হয়েছে সফরকারী ভারত। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬৩ রানের অলআউট হয় ভারত। এ ইনিংসে ব্যাট হাতে নামেননি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।

শুক্রবার হ্যামিল্টনের সিডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। দুই ওপেনার পৃথ্বী শ শূন্য ও মায়াঙ্কা আগারওয়াল ১ রান করে ফিরেন। চার নম্বরে নামা সুবমান গিলও রানের খাতা খুলতে পারেননি। ১৮ রান করে বিদায় নেন আজিঙ্কা রাহানে। ফলে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এ অবস্থায় দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা ও বিহারি। পঞ্চম উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন তারা। পূজারা ৯৩ রানে থামলেও ১০১ রানে আহত অবসর নেন বিহারি।

এরপর ঋসভ পান্থ ৭, ঋদ্ধিমান সাহা-রবীচন্দ্রন অশ্বিন ০ রান করে ফিরেন। ফলে ৭৮ দশমিক ৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ডের স্কট কুজেলিজান ও ইশ সোধি ৩টি করে উইকেট নেন।

একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধও নিয়ে নেয় নিউজিল্যান্ড



শেয়ার করুন :


আরও পড়ুন

১১ বছর পর সেই লাহোরে সাঙ্গাকারা

১১ বছর পর সেই লাহোরে সাঙ্গাকারা

পঞ্চমবারের মতো মুক্ত হলেন হাফিজ

পঞ্চমবারের মতো মুক্ত হলেন হাফিজ

আইসিসির সেরা একাদশের নেতৃত্বে বাংলাদেশের আকবর

আইসিসির সেরা একাদশের নেতৃত্বে বাংলাদেশের আকবর

মাঠে নেমেই মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

মাঠে নেমেই মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি