নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাননি জাতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পাকিস্তান সফলে না যাওয়ায় জিম্বাবুয়ে সিরিজে ঘরোয়া লিগে তাকে খেলানো হবে কি হবে না এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে এ গুঞ্জনের মাঝেই ব্যাট হাতে দারুণ জবাব দিলেন মুশফিক।
পাকিস্তান সিরিজে না খেললেও নিজেকে প্রমাণ দিয়েই ফের জাতীয় দলে যুক্ত হবেন- এমন মন্তব্যের পর এবার সত্যি তার প্রমাণ দিলেন। বিশ্রাম কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলতে নেমেই করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৫৭ বল মোকাবেলা করে ১৪০ রান করেছেন মুশফিকুর রহিম। হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে ১৪০ রানের ইনিংসে ১৬টি চারের মার ও একটি ছক্কা হাকান তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চলের হয়ে ১৪ চার ও একটি ছক্কায় ১১৭ বলে সেঞ্চুরি করেন মুশফিক। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় উত্তরাঞ্চল।
মুশফিক চতুর্থ উইকেটে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। দলীয় ১০২ রানে নাঈম ৩১ রান করে আউট হলে ষষ্ঠ উইকেটে মাহমুদুল ইসলাম আকনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি। ১৪০ রানে আউট হওয়া মুশফিক ৭১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।