বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুশফিক-ইমরুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০
বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুশফিক-ইমরুল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলবেন দেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও ওপেনার ইমরুল কায়েস। মুশফিক নর্থ জোনে ও ইমরুল ইস্ট জোনের হয়ে খেলবেন।

ইনজুরির কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিক-ইমরুল। মুশফিক হামস্ট্রিং ও ইমরুল কাফ ইনজুরিতে ভুগছিলেন। ইনজুরি থেকে সুস্থ হওয়ার পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফিটনেস পরীক্ষা য় উত্তীর্ণ হয়েছেন তারা দু’জন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিজিও দেবাশিষ রয় জানিয়েছেন, খেলার জন্য তারা দু’জনকেই ফিট।

রয় বলেন, ‘মুশফিক হামস্ট্রিং ও ইমরুল কাফ ইনজুরিতে ভুগছিলেন। তাদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছিল। মুশফিকের ছিল গ্রেড ওয়ান ইনজুরি। আমরা আশা করেছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন তিনি।

তিনি আরও বলেন, ইমরুলকে নিয়ে ধারণা ছিল, আরও এক সপ্তাহ লাগতে পারে। তবে তারা দু’জনই আমাদের ফিজি ও ট্রেনারের কাছে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। ফলে দু’জনই এখন খেলার জন্য ফিট

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড।

এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সফরে দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের। অন্যদিকে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টাইগারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক-ইমরুল

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক-ইমরুল

ফিটনেস হারিয়ে বাদ পড়লেন লুইস-হেটমায়ার

ফিটনেস হারিয়ে বাদ পড়লেন লুইস-হেটমায়ার

এভাবে খেলতে প্রস্তুত নন ডোমিঙ্গো

এভাবে খেলতে প্রস্তুত নন ডোমিঙ্গো

বোলিং দক্ষতায় আরও উন্নতি দরকার মোস্তাফিজের

বোলিং দক্ষতায় আরও উন্নতি দরকার মোস্তাফিজের