এভাবে খেলতে প্রস্তুত নন ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০
এভাবে খেলতে প্রস্তুত নন ডোমিঙ্গো

ছবি : বিসিবি

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এ জন্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশ ছাড়বে জাতীয় দল। টেস্ট খেলার আগে মাত্র দু’দিন অনুশীলনের সময় পাচ্ছে বাংলাদেশ। কিন্তু এত কম সময়ের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে প্রস্তুত নন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো।

পাকিস্তান সফরের আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘হ্যাঁ, এটি মোটেও আদর্শ নয়। আপনি সব সময় চাইবেন, টেস্ট খেলার অন্তত সাত থেকে আট দিন আগে ওই শহরে পৌঁছাতে। সেখানে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং অন্তত কয়েকদিন অনুশীলনও করবেন। আমরা এবারও যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি না। কিন্তু আমাদের কিছু করার নেই। ছেলেদের ওখানে গিয়ে অনুশীলন করেই মাঠে নামতে হবে। আমরা সেখানে বুধবার সকালে পৌঁছাব। বৃহস্পতিবার অনুশীলন করব এবং শুক্রবার থেকে টেস্ট খেলব। তাই এটি মোটেও ভালো প্রস্তুতি নয়।’

রাওয়ালপিন্ডির উদ্দেশে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ। এবার আর চার্টার্ড বিমানে যাচ্ছে না তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চার্টাড বিমানে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। এবার কাতারের দোহা হয়ে রাওয়ালপিন্ডি পৌঁছবে দল।

তারপরও পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্য ডোমিঙ্গোর। তিনি বলেন, ‘আমরা টেস্টে খুব ভালো খেলি না। এখন পাকিস্তান যাওয়ার আগে যদি আমরা চিন্তা করি আমরা টেস্ট জিততে পারব না, তাহলে আমাদের এখানে থাকা ভালো। অবশ্যই আমরা জিততে পারি। আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা ভারতের ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারব। পাকিস্তানকে চাপে রাখতে পারব। তবে কাজটি কঠিন। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমরা জানি, খারাপ দিনে যেকোন কিছুই হতে পারে। এ জন্য আমাদের ভালো একটি দিন প্রয়োজন এবং তাদের একটি খারাপ দিনের প্রত্যাশায় থাকতে হবে। এটি হলে অবশ্যই আমাদের সুযোগ থাকবে।’

বিদেশের মাটিতে টেস্ট জয়ের জন্য মরিয়া বাংলাদেশ কোচ ডোমিঙ্গো। তিনি বলেন, ‘আমাদের টেস্ট জিততে হবে এবং সেটি বাংলাদেশের বাইরে। আমরা যদি বাস্তববাদী হই, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে জয় পাওয়াটা খারাপ কিছু হবে না। টেস্টে আমাদের র‌্যাংকিং দশ। কিন্তু আমরা বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে চাই। যদি সেটি করা যায়, তবে দল অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে দল। বিদেশের মাটিতে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দফার সফরে একমাত্র টেস্টের ব্যাটিং লাইন-আপও জানিয়ে দিয়েছেন ডোমিঙ্গো। মুশফিকুর রহিম না থাকায় ব্যাটিং লাইন-আপ নিয়ে আলোচনা ছিল। তাই ব্যাটিং লাইন-আপ কি হতে পারে সেটি প্রকাশ করেছেন তিনি।

বলেন, ‘মুশফিকুরের চার নম্বর জায়গায় খেলবেন অধিনায়ক মমিনুল হক। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত খেলতে পারেন। তামিম ইকবালের সাথে সাইফ হাসান ইনিংস উদ্বোধন করবেন। মোহাম্মদ মিঠুন পাঁচ নম্বরে ও মাহমুদউল্লাহ রিয়াদ ছয় নম্বরে খেলবেন। লিটন খেলবেন সাত নম্বরে।’

দেশের মন্থর উইকেটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু রাওয়ালপিন্ডির উইকেট অনেক বেশি দ্রুত ও বাউন্সি হবে বলে মনে করেন ডোমিঙ্গো। তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেন তিনি।

বলেন, ‘এখানে যে উইকেটে খেলছে সেখানে গতি নেই। নেই বাউন্সও। আমি নিশ্চিত করে বলতে পারি রাওয়ালপিন্ডির উইকেটে গতি ও বাউন্স থাকবে। এটা আমাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জিং হবে। নিল ম্যাকেঞ্জির সাথে তারা টেকনিক্যাল বিষয়ে নিয়ে কাজ করেছে। অবশ্যই কিছু খেলোয়াড় ভারতের বিপক্ষে বাজে পারফরমেন্সের বৃত্ত হয়ে আসার চেষ্টা করবে। এ জন্য ব্যাট হাতে আমাদের আরও ধৈর্য্যশীল হতে হবে এবং কন্ডিশন ভালো না হলেও বড় স্কোর করার উপায় বের করতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ট্রিপল সেঞ্চুরি সবসময় স্পেশাল হয়ে থাকবে : তামিম

ট্রিপল সেঞ্চুরি সবসময় স্পেশাল হয়ে থাকবে : তামিম

বোলিং দক্ষতায় আরও উন্নতি দরকার মোস্তাফিজের

বোলিং দক্ষতায় আরও উন্নতি দরকার মোস্তাফিজের

মমিনুলের ২১তম সেঞ্চুরি

মমিনুলের ২১তম সেঞ্চুরি

ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল

ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল