বড় ফরম্যাটে ভালো করতে পারছেন না টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। খারাপ ফর্মের কারণেই স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জন্য বিসিবি ঘোষিত দলে সুযোগ হয়নি তার।
এদিকে টেস্ট দলে সুযোগ পেতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বোলিং দক্ষতার আরও উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দল নির্বাচক হাবিবুল বাশার সুমন।
২০১৫ সালে অভিষেকের পর এই প্রথম অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন ফিজ। তবে ‘বাদ’ কথাটির সাথে মোস্তাফিজকে মেলাতে চান না সুমন। পাকিস্তানে না গেলেও চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজের বোলিং দক্ষতা উন্নতির জন্য সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ।
হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমি বলব না, তাকে বাদ দেওয়া হয়েছে। আমি এটিও বলব না, সে বিশ্রাম পেয়েছেন। যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট চলছে, আমরা মনে করি- নিজের ভুলগুলো শুধরানোর জন্য কাজ করবেন ফিজ। আমি আশা করছি, সে ভালোভাবেই ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মোস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন নই। কোন খেলোয়াড় সব সময় ফর্মে থাকতে পারে না। বর্তমানে সে ইনফর্মে নেই। কিন্তু আমি সব সময় বলি, সে আমাদের অন্যতম সেরা বোলার। তার যথেষ্ট সময় আছে এবং আমি মনে করি, তাকে যদি কিছু সময় দেওয়া যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে তবে সে ভালোভাবে ফিরে আসবে। সে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
প্রথম শ্রেণির ক্রিকেটে সে উন্নতি করতে পারবে বলে জানান সুমন। বলেন, ‘তার বোলিং উন্নতির জন্য তাকে সময় দিয়েছি। প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। আমরা মনে করি, ফর্মে ফেরার জন্য বিসিএলই সেরা প্লাটফর্ম।’
সেন্ট্রাল জোনের হয়ে বিসিএল খেলছেন মোস্তাফিজ। ইস্ট জোনের বিপক্ষে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৬ রান দিয়ে উইকেট শূন্য রয়েছেন ফিজ।
ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ দলে থাকলেও খেলার সুুযোগ পাননি মোস্তাফিজ। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেললেও উইকেট শূন্য ছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১ উইকেট নেন তিনি। ধারাবাহিকভাবে এমন খারাপ পারফর্মের কারণে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মোস্তাফিজকে বিবেচনা করেননি নির্বাচকরা। তার পরিবর্তে আরেক পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ।
সুমন বলেন, ‘রুবেলের বোলিং গড় নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু সে দুর্দান্ত বোলিং করছে। আমরা অন্যরকম রুবেলকে দেখতে পেরেছি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত করেছেন রুবেল। বিসিএলেও ভালো বোলিং করেছে। সে নিয়মিত উইকেট পাচ্ছে। আমি আগেই বলেছি, মোস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বড় ফরম্যাটে আমরা তার পারফরমেন্স দেখতে চাই। ফর্মে থাকা খেলোয়াড়দেরই আমরা দলে অর্ন্তভূক্ত করেছি।’