বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল। ৪০৭ বল মোকাবেলা ৪০টি চারের মারে ট্রিপল সেঞ্চুরি স্পর্শ করেন তামিম।
দ্বিতীয় দিন (শনিবার) শেষে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে ২২২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটে লংগার ভার্সনে যেটি ছিল তামিমের সেরা ব্যক্তিগত ইনিংস। তবে সেটিকেও ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল।
তৃতীয় দিন (রোববার) তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথমবারের মতো তিনশ রান করলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
তবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তামিমের আগে ট্রিপল সেঞ্চুরি করেছেন আরও এক টাইগার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তামিমের আগে একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান হলেন রকিবুল হাসান।
২০০৭ সালে জাতীয় লিগের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৩১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডানহাতি রকিবুল। ৬৬০ মিনিট ৬০৯ বলে ৩৩ বাউন্ডারিতে সাজানো ছিল রকিবুলের ট্রিপল সেঞ্চুরি।
রকিবুলের ট্রিপল সেঞ্চুরির প্রায় ১৩ বছর পর দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি দেখলো বাংলাদেশ ক্রিকেট। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ব্যাট করে ৪০৭ বলে ৪০ চারের মারে তিনশ রান পূরণ করেন তামিম। তবে তার এ পুরো ইনিংসে কোন ছক্কার মার ছিল না।