মমিনুলের ২১তম সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০
মমিনুলের ২১তম সেঞ্চুরি

ফাইল ছবি

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেঞ্চুরি করেছেন বর্তমানে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। দ্বিতীয় দিন শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট্রল জোনের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন ইস্ট জোনের হয়ে খেলতে নামা মমিনুল।

প্রথম শ্রেণির ক্রিকেটে মমিনুলের এটি ২১তম সেঞ্চুরি। ১০৪তম ম্যাচে ২১তম সেঞ্চুরির স্বাদ পেলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মমিনুল হক।

শেষ পর্যন্ত ১৯৪ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১১১ রান করে আউট হন মমিনুল। এর আগে ১১টি চারে ১৮০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ডাবল-সেঞ্চুরিয়ান তামিমের সাথে দ্বিতীয় উইকেটে ২৯৬ রানের জুটি গড়েন মমিনুল।

৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে এ সেঞ্চুরি আত্মবিশ্বাস যোগাবে মমিনুলকে। একই দিন মমিনুলের সতীর্থ তামিম ইকবাল পেয়েছেন ডাবল সেঞ্চুরি। টেস্টের আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সাড়লেন তামিম-মমিনুল।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন তামিম ইকবাল

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন তামিম ইকবাল

ডাবল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল

ডাবল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল

পাকিস্তান টেস্টে অধিনায়ক মমিনুল, দলে একাধিক পরিবর্তন

পাকিস্তান টেস্টে অধিনায়ক মমিনুল, দলে একাধিক পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা