ফেরা হচ্ছে না পান্ডিয়ার, জানালো বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০
ফেরা হচ্ছে না পান্ডিয়ার, জানালো বিসিসিআই

নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ দিয়ে অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া আবারও জাতীয় দলে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে সেটি আর হচ্ছে না। পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় সে খেলতে পারছেন না।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পান্ডিয়া যে খেলতে পারবেন না- তা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেও ফিরতে পারছেন না হার্ডিক। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তার পুর্নবাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

গত ৫ অক্টোবর লন্ডনে পিঠে অস্ত্রোপচার করান হার্ডিক। গত বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিলেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরেন এ অলরাউন্ডার।

তবে ওই সিরিজে আবারও পিঠের ইনজুরিতে পড়েন হার্ডিক। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন ভারতের এ অলরাউন্ডার।

চলতি মাসের (ফেব্রুয়ারি) ২১ তারিখ থেকে ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের জরিমানা করলো আইসিসি

কোহলিদের জরিমানা করলো আইসিসি

আবারও সুপার ওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের

আবারও সুপার ওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের

ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি

ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি

ধোনি অবসরে ক্ষতি হবে ভারতের

ধোনি অবসরে ক্ষতি হবে ভারতের