বড় দৈর্ঘ্যের ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ইস্ট জোনের হয়ে অপরাজিত ২২২ রান করেছেন তিনি।
শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন শনিবার সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে অপরাজিত ২২২ রান করেছেন তামিম। আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটে লংগার ভার্সনে এটিই তামিমের সেরা ব্যক্তিগত ইনিংস।
বড় দৈর্ঘ্যের ম্যাচে তামিমের আগের রানটি ছিল ২০৬ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২৭৮ বল মোকাবেলা করে ১৭টি চার ও ৭টি ছক্কায় ২০৬ রান করেছিলেন তামিম।
শনিবার ওয়ানডে স্টাইলে ১২৫ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে ষোড়শ সেঞ্চুরির স্বাদ নেন তামিম। পরে সেটিকে ডাবল-সেঞ্চুরিতে রুপ দেন তিনি। ২৪২ বলে ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।
শেষ পর্যন্ত ৩০টি চারে ২৮১ বলে অপারাজিত ২২২ রানে নিজের দুর্দান্ত ইনিংসটি সাজান তামিম ইকবাল।