বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তুর্ভুক্ত এ টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি শুরু হবে এ টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুটি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্টের জন্য যে দলে নাম ঘোষণা করা হয়েছিল, সেই দল থেকে দুটি পরিবর্তন করেছে পাকিস্তান।
নিরাপত্তার শঙ্কায় তিন দফায় পাকিস্তান সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলে নিরাপদেই দেশে ফিরেছে বাংলাদেশ দল।
দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে ৭ ফেব্রুয়ারি (শুক্রবার)। একটি টেস্ট খেলে আবারও দেশে ফিরবে বাংলাদেশ দল।
এরপর তৃতীয় ও শেষ দফায় দ্বিতীয় টেস্ট এবং একমাত্র ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। একমাত্র ওয়ানডে ম্যাচটি হবে ৩ এপ্রিল (মঙ্গলবার)। আর করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ এপ্রিল (বৃহস্পতিবার)। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।
পাকিস্তান টেস্ট স্কোয়াড
আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান স্নার, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসউদ, ইয়াসির শাহ।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল.... pic.twitter.com/l2l4I31tj1
— Sportsmail24.com (@sportsmail24) February 1, 2020