দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে তৃতীয় স্থানে উঠলো ইংল্যান্ড। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে ওঠে এসেছে জো রুটের দল।
চতুর্থস্থানে থাকা নিউজিল্যান্ডের সমান রেটিং ইংল্যান্ডেরও, ১০৫। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে ইংলিশরা। অন্যদিকে সিরিজ হেরে একধাপ পিছিয়ে পঞ্চমস্থানে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ৯৮।
চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা চতুর্থস্থানে ছিল। নিউজিল্যান্ড ছিল তৃতীয় স্থানে। আর ইংল্যান্ডের অবস্থান ছিল পঞ্চম স্থানে। সিরিজ জিতলেও শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের।
সেঞ্চুরিয়ানে ১০৭ রানে হেরে সিরিজ শুরু করে রুট-স্টোকসরা। তবে হার দিয়ে শুরু হলেও সিরিজে ঘুড়ে দাঁড়াতে মোটেও সময়ক্ষেপণ করেনি ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
কেপ টাউনে দ্বিতীয় টেস্টে ১৮৯ রানে জয় দিয়ে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। এরপর পোর্ট এলিজাবেথে ইনিংস ও ৫৩ রানে জিতে সিরিজে লিড নেয় ইংলিশরা।
সবশেষ সোমবার (২৭ জানুয়ারি) শেষ হওয়া জোহানেসবার্গ টেস্টে ১৯১ রানে জয়ের স্বাদ নিয়ে সিরিজ নিজেদের করে নেয় রুটের দল। সিরিজ জয়ে র্যাংকিংয়ে উন্নতির পুরস্কারও পেল ইংল্যান্ড।
এদিকে ১২০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০৮। আর ৬০ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।
আইসিসি টেস্ট র্যাংকিং
১. ভারত : রেটিং পয়েন্ট ১২০
২. অস্ট্রেলিয়া : রেটিং পয়েন্ট ১০৮
৩. ইংল্যান্ড : রেটিং পয়েন্ট ১০৫
৪. নিউজিল্যান্ড : রেটিং পয়েন্ট ১০৫
৫. দক্ষিণ আফ্রিকা : রেটিং পয়েন্ট ৯৮
৬. শ্রীলঙ্কা : রেটিং পয়েন্ট ৯২
৭ .পাকিস্তান : রেটিং পয়েন্ট ৮৫
৮. ওয়েস্ট ইন্ডিজ : রেটিং পয়েন্ট ৮১
৯. বাংলাদেশ : রেটিং পয়েন্ট ৬০
১০. আফগানিস্তান : রেটিং পয়েন্ট ৪৯।