বোলারদের নৈপুন্যে কেপটাউন টেস্টে ইংল্যান্ডকে ২৬৯ রানে অলআউট করে দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাট হাতে নেমে স্বস্তিতে নেই প্রোটিয়ারাও। দ্বিতীয় দিন শেষে ২১৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে তারা। ফলে ২ উইকেট নিয়ে ৫৪ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৬২ রান করেছিল ইংল্যান্ড। বাকি ১ উইকেটে ৭ রান যোগ করতে পারে ইংলিশরা। ৬১ রান করে অপরাজিত থাকেন মিডল-অর্ডার ব্যাটসম্যান ওলি পোপ। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৬৮ রানে ৩ উইকেট নেন।
এরপর নিজেদের ইনিংস শুরু করে ৪০ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে তৃতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন ওপেনার ডিন এলগার ও ভ্যান ডার ডুসেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে আউট হন। এলগার ৮৮ ও ডুসেন ৬৮ রান করেন।
এছাড়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক ২০ ও ভারনন ফিলান্ডার অপরাজিত ১৩ রান করেন। ইংল্যান্ডের জেমস এন্ডারসন ৩টি উইকেট নেন।