দশ বছর পর দেশের মাটিতে ফেরা টেস্ট সিরিজ জিতে নিল পাকিস্তান। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ২৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
লঙ্কানদের বিপক্ষে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়। ফলে দু’ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট বৈরী আবহাওয়ায় ড্র হয়েছিল।
চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৫৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এতে ম্যাচ জয়ের জন্য ৪৭৬ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২১২ রান করেছিল শ্রীলঙ্কা। ফলে ম্যাচ জিততে শেষ দিন ৩ উইকেট হাতে নিয়ে আরও ২৬৪ রান করতে হতো লঙ্কানদের।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন ওপেনার ওসাদা ফার্নান্দো। ১৩টি চারে ১৭৫ বলে ১০২ রান করেছিলেন ফার্নান্দো। পঞ্চম ও শেষ দিন কোন রান যোগ না করেই আউট হন তিনি। তাকে শিকার করেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ।
অবশ্য শ্রীলঙ্কাও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। শেষদিন মাত্র ১৬ বল মোকাবেলা করে ২১২ রানে অলআউট হয় লঙ্কানরা। অর্থাৎ বাইক ৩ উইকেট থেকে কোন রানই যোগ করতে পারেনি তারা। পতন হওয়া তিন উইকেটের মধ্যে দু’টিই নিয়েছেন ডান-হাতি পেসার নাসিম শাহ।
তার শিকার হন টেল-এন্ডার দুই ব্যাটসম্যান লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দো। ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারের স্বাদ নেন নাসিম। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি।
ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের আবিদ আলি। প্রথম ইনিংসে পাকিস্তান ১৯১ ও শ্রীলংকা ২৭১ রান করেছিল।