এমন ‘স্বাদ’ গ্রহণে সানজামুল প্রঞ্চম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
এমন ‘স্বাদ’ গ্রহণে সানজামুল প্রঞ্চম

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশের ৮৭তম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। নিজের অভিষেক ম্যাচের তৃতীয় দিন শেষে সানজামুলের পারফমেন্স ব্যাট হাতে ২৪ রান এবং বল হাতে ৩৭ ওভারে ১২৮ রান দিয়ে উইকেট শূন্য।

বাংলাদেশের মধ্যে অভিষেকেই বল হাতে অন্তত ১শ’ রান, কিন্তু দেড়শ’ রানের কম দিয়ে উইকেটশূন্য থাকা পঞ্চম বোলার হলেন সানজামুল। বাংলাদেশের হয়ে এর আগে এমন ‘বাজে স্বাদ’ নিয়েছেন ফাহিম মুনতাসির, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও আবুল হাসান।

ফাহিম ২০০২ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টের ইনিংসে ৩২ ওভার বল করে ১০৯ রানে উইকেট শূন্য ছিলেন। ২০০৫ সালে শাহাদাত হোসেন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ম্যাচের ইনিংসে ১২ ওভারে ১০১ রান দিয়ে উইকেট শিকার করতে পারেননি।

২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসে বল হাতে ২২ ওভারে ১০৭ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি রবিউল। আর ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ ওভারে ১১৩ রান দিয়েও উইকেট শিকারের আনন্দ করতে ব্যর্থ হয়েছেন আবুল হাসান।

তবে বিশ্বের মধ্যে অভিষেকেই বল হাতে অন্তত ১শ’ রান, কিন্তু দেড়শ’ রানের কম দিয়ে উইকেট শূন্য থাকা ২৭তম বোলার হলেন সানজামুল। এর আগে ২৬জন খেলোয়াড় কষ্টের বোলিং ফিগার করেছেন।

উল্লেখ্য, বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে দলে নেয়ার অভিজ্ঞ ও চার বছর পর দলে ডাক পাওয়া আবদুর রাজ্জাককে রাখা হয়নি একাদশে।



শেয়ার করুন :


আরও পড়ুন

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ

দ্রাবিড়কে চায় পাকিস্তান

দ্রাবিড়কে চায় পাকিস্তান