নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ডাক পেয়েছেন ছয়জন নতুন মুখ। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সেঞ্চুরিয়নে শুরু হবে চার ম্যাচের এ টেস্ট সিরিজ।
ভারতের বিপক্ষে সম্প্রতি ৩-০ ব্যবধানে পরাজিত সিরিজ থেকে বাদ পড়েছেন পাঁচ খেলোয়াড়। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি ডাক পাননি দলে।
দল ঘোষণার পর এবার বুধবার থেকে শুরু হওয়া ট্রেনিং ক্যাম্পে যোগ দিচ্ছে পুরো স্কোয়াড। তবে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার থেকে বেনোনিতে শুরু হওয়া তিনদিনের ম্যাচের জন্য তিনজন খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের জন্য ছেড়ে দেওয়া হবে।
নতুন ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন- ওপেনিং ব্যাটসম্যান পিটার মালান (ইনজুরি কাটিয়ে আইডেন মার্করাম পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলে তিনি দলে ডাক পাবেন), টপ অর্ডার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন, অল-রাউন্ডার ডেয়াইন প্রিটোরিয়াস, ফাস্ট বোলার ডেন প্যাটারসন ও ব্যুরান হেন্ড্রিক্স এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান রুডি সেকেন্ড।
নতুন কোচ মার্ক বাউচারের অধীনে এটাই দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট দল। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে এ দলের সহকারী কোচ হিসেবে আছেন এনচ এনকুয়ে।
বেশ কয়েকজন নতুন মুখকে ডাকা হলেও সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করা দল থেকে আর কোন বড় পরিবর্তন করা হয়নি। তিনজন বাদ পড়া খেলোয়াড়ের মধ্যে রয়েছেন- স্পিনার বোলার সেনুরান মুথুসামি, জর্জ লিন্ডে ও ড্যান পিৎ। ভারতের কন্ডিশনকে মাথায় রেখে প্রাথমিকভাবে তাদের টেস্ট দলে ডাকা হয়েছিল।
ইংল্যান্ড টেস্টের জন্য একমাত্র স্বীকৃত স্পিনার হিসেবে দলে আছেন কেশব মহারাজ। প্রোটিয়াদের হয়ে সম্প্রতি ৯টি টেস্টে খেলা টপ অর্ডার ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইয়ান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনের জায়গা হয়নি।
অক্টোবরে পুনেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পর হাতের হাড়ে চিড় ধরা মার্করাম এতদিন বিশ্রামে ছিলেন। সেঞ্চুরিয়নে ডিন এলগারের সাথে ইনিংস ওপেন করতে হলে তাকে ফিটনেস ও ফর্ম দুটোই প্রমাণ করতে হবে। টেস্টে নিয়মিত টপ অর্ডার ব্যাটসম্যান টেম্বা বাভুমা, মালান ও অল-রাউন্ডার আন্দিল ফেলুকুয়াও সফরকারীদের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলবেন।
প্রথম দুই টেস্টে দক্ষিণ আফ্রিকার দল
ফাফ ড্র প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, ব্যুরান হেন্ড্রিক্স, কেশব মহারাজ, পিটার মালান, আইডেন মার্করাম, এনরিখ নির্ট, ডেন প্যাটারসন, আন্দিল ফেলুকুয়াও, ভারনন ফিলান্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রুডি সেকেন্ড, রাসি ফন ডার ডুসেন।