দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে প্রোটিয়া কোচের সতর্কবার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৬ ডিসেম্বর ২০১৯
দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে প্রোটিয়া কোচের সতর্কবার্তা

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত কোচ মার্ক বাউচারের দৃঢ় বিশ্বাস তিনি নেতিয়ে পড়া টেস্ট দলের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। একই সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে প্রতিপক্ষ ইংল্যান্ডকে সতর্ক করে দিয়ে বলেছেন, বক্সিং ডে টেস্টে সফরকারীদের কোন রকম ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ ৫টি টেস্টে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তন্মধ্যে ভারতের কাছে তিনটিতে এবং নিজেদের মাটিতে শ্রীলঙ্কার কাছে দুইটিতে হেরেছে প্রোটিয়ারা।

ক্যারিয়ারে ১৪৭টেস্ট খেলা সাবেক উইকেটরক্ষক বাউচারের দখলে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সব ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ ৯৯৯ ডিসমিসালের বিশ্ব রেকর্ড। শনিবার দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে চার বছরের জন্য নিযুক্ত হয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর বাউচার সাংবাদিকদের বলেন, ‘আমি যখন এই দলে ছিলাম, তখন অনেক কঠিন সময় কাটিয়েছি। সবচেয়ে কঠিন মুহূর্তটি ছিল ২০০০ সালে হ্যান্সি ক্রনিয়েকে নিয়ে হওয়া ঘটনাপ্রবাহ। কিন্তু এরপর আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। আমার মনে হয় আমরা বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারব। ক্রীড়া হচ্ছে চমৎকার একটি বিষয়। কয়েকদিনের মধ্যেই সেটির দিক পরিবর্তন হতে পারে। তবে আমি জানি, এ জন্য অনেক কাজ করতে হবে।’

বাউচার বলেন, ‘গণমাধ্যমকে বেশ কিছু বিষয়ে কথা বলেছে ইংল্যান্ড। তবে আমি শুধু একটি কথাই বলতে চাই, আফ্রিকার মাটিতে ‘আহত মহিষের’ মোকাবেলার প্রস্তুতি নিন।’

ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত সফল অধিনায়ক দক্ষিণ আফ্রিকার নতুন পরিচালক গ্রায়েম স্মিথ বাউচারকে এ নিয়োগ দিয়েছেন। পাঁচ দিনের ক্রিকেটের আরেক তারকা অ্যাশওয়েল প্রিন্সকে নিযুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে। আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে বোলিং ও ব্যাটিং পারমর্শকদের নাম।

বাউচার বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস কিছুুটা নীচে নেমে গেছে। কিন্তু এ দেশে জ্ঞানের যে সম্পদ রয়েছে তা ব্যবহার করতে হবে। সঠিক পথে দলকে পরিচালনার জন্য আমাদেরকে আরও তথ্য সংগ্রহ করতে হবে। এর মাধ্যমে নিজেদের সেরাটা খেলার জন্য খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আমাদের দেশে প্রচুর মেধাবী রয়েছে। তাদেরকে ঘষামাজা করে সুযোগ দিতে হবে।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে অবসরে যাওয়া এবি ডি বিলিয়ার্সকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার আলোচনার জন্য নিজের দরজা উন্মুক্ত রয়েছে উল্লেখ করে বাউচার বলেন, ‘আপনি যখন বিশ্বকাপে যাবেন, তখন সেরা খেলোয়াড়দেরকেই পেতে চাইবেন। তাহলে আমি কেন তার সঙ্গে আলোচনা করব না? নিভৃতে থাকা আরও কিছু খেলোয়াড়ের সঙ্গেও আমি কথা বলতে পারি। দেখতে চাই তারা কোথায় আছে।’

চার টেস্ট সিরিজে প্রিটোরিয়ায় বক্সিং ডে’তে শুরু হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে কেপ টাউন, পোর্ট এলিজাবেথ ও জোহানেসবার্গে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ বাউচার

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ বাউচার

ভারতের রেকর্ড গড়া জয়, হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

ভারতের রেকর্ড গড়া জয়, হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা

ক্লান্তির দোহায় দিয়ে ডি ভিলিয়ার্সের অবসর ঘোষণা

ক্লান্তির দোহায় দিয়ে ডি ভিলিয়ার্সের অবসর ঘোষণা