ক্রিকেট কিংবদন্তি অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন তারই স্বদেশী ওপেনার ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের চেয়ে বেশি রান এখন ওয়ার্নারের।
পার্থে দিবা-রাত্রির টেস্টে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৯ রানে করার পথে ব্র্যাডম্যানকে পেছনে ফেলেন ওয়ার্নার। ৫২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৬৯৯৬ রান করেছিলেন ব্র্যাডম্যান। ৮২ টেস্টে ওয়ার্নারের বর্তমান রান এখন ৭০০৯।
পার্থ টেস্টের আগে ওয়ার্নারের পরিসংখ্যান ছিল ৮১ টেস্টে ৬৯৪৭ রান। অর্থাৎ টেস্টে সাত হাজার রান করতে ৫৩ ও ব্র্যাডম্যানকে পেছনে ফেলতে ৫০ রান দরকার ছিল ওয়ার্নারের।
নিউজিল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে আউট হন ওয়ার্নার। ফলে টেস্টে সাত হাজার ও ব্র্যাডম্যানকে পেছনে ফেলতে যথাক্রমে ওয়ার্নারের প্রয়োজন পড়ে ৭ রান।
দ্বিতীয় ইনিংসে ১৯ রান করে টেস্ট ক্রিকেটে সাত হাজার এবং ব্র্যাডম্যানকে পেছনে ফেলেন ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ার ১২তম খেলোয়াড় হিসেবে টেস্টে সাত হাজার রান করলেন ওয়ার্নার।
টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে সেরা ব্যাটিং গড় ব্র্যাডম্যানের। ৯৯ দশমিক ৯৪। এ বিশ্বরেকর্ড এখনো দখলে রেখেছেন ব্র্যাডম্যান।