নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) পাকিস্তান সফরের সূচি রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এখনও ঐ সফরের কোন নিশ্চিয়তা নেই। কারণ, নিরাপত্তা ইস্যুতে সরকারের সবুজ সংকেত না পেলে হয়তো সফরটি বাতিলও হতে পারে।
নিরাপত্তা রিপোর্ট এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে সফর নিশ্চিত না হলেও বাংলাদেশকে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সেটি হলো- বাংলাদেশের সাথে তাদের মাটিতে একটি দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় পাকিস্তান।
পাকিস্তান সফরে দুই টেস্ট এবং তিনটি টি-২০ রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ১টি দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এদিকে নিরাপত্তা রিপোর্ট ইতিবাচক না হলে পাকিস্তান সফর বাতিল করতে পারে বাংলাদেশ। তবে পাকিস্তানের সাথে নিরপেক্ষ কোন ভেন্যুতে খেলতে রাজি রয়েছে বাংলাদেশ। সেটি এটি নিয়েও এখনো কোন আলোচনা শুরু হয়নি।
গত মাসেই ভারতের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলেছে বাংলাদেশ। যা উপমহাদেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট ছিল। সেই ম্যাচে ইনিংস ও রান ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।