স্মিথকে সরিয়ে দিল কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৯
স্মিথকে সরিয়ে দিল কোহলি

অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বুধবার আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে র‌্যাংকিংয়ে আরও উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্কের।

গত মাসে কলকাতা ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ১৩৬ রানের নান্দনিক ইনিংস খেলেন কোহলি। ফলে তার রেটিংয়ে উন্নতি ঘটে। বর্তমানে কোহলির রেটিং ৯২৮। স্মিথের বর্তমান রেটিং ৯২৩।

স্মিথের চেয়ে ৫ রেটিং এগিয়ে আছেন কোহলি। গত সপ্তাহে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৩৬ রান করায় রেটিং হারান স্মিথ। ওই টেস্টের আগে স্মিথের রেটিং ছিল ৯৩১।

এদিকে অ্যাডিলেড টেস্টে ৩৩৫ রানের অসাধারণ ইনিংস খেলার সুবাদে র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন ওয়ার্নার। এতে ৭৬৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

চমক দেখিয়ে র‌্যাংকিংয়ে প্রথমবারের মত শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার নবাগত খেলোয়াড় ও টেস্ট ইতিহাসের প্রথম ‘কনকাশন সাব’ লাবুশেন। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। তাই ৭৩১ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছেন লাবুশেন। বছরের শুরুতে তার র‌্যাংকিং ছিল ১১০তম।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ডাবল-সেঞ্চুরি করায় চার ধাপ এগিয়ে আছেন সপ্তম স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তার রেটিং ৭৫২। দুই ধাপ করে এগিয়েছেন পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের রস টেইলর। বাবর ১৩ ও টেইলর ১৬তমস্থানে রয়েছেন।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ দশ ব্যাটসম্যান
১. বিরাট কোহলি (ভারত), রেটিং ৯২৮
২. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রেটিং ৯২৩
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), রেটিং ৮৭৭
৪. চেতেশ্বর পূজারা (ভারত), রেটিং ৭৯১
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রেটিং ৭৬৪
৬. আজিঙ্কা রাহানে (ভারত), রেটিং ৭৫৯
৭. জো রুট (ইংল্যান্ড), রেটিং ৭৫২
৮. মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), রেটিং ৭৩১
৯. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), রেটিং ৭২৬
১০. দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), রেটিং ৭২৩।



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই রেকর্ডে পন্টিংকে পেছনে ফেললেন কোহলি

দুই রেকর্ডে পন্টিংকে পেছনে ফেললেন কোহলি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের করণীয় কী, জানালেন কোহলি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের করণীয় কী, জানালেন কোহলি

ওয়ার্নারের অনবদ্য ট্রিপল সেঞ্চুরি

ওয়ার্নারের অনবদ্য ট্রিপল সেঞ্চুরি

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা