আফগানদের গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ নভেম্বর ২০১৯
আফগানদের গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিং-বোলিং অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের এক মাত্র টেস্টে আফগানিস্তানকে নাস্তানাবুদ করলো ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র টেস্টে ২ দিন ৬২ মিনিট স্থায়ী ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট ইতিহাসে নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ নিল আফগানরা। একমাত্র টেস্টের আগে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান।

দ্বিতীয় দিন শেষেই জয়ের মঞ্চ সাজিয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দুই স্পিনার রাকিম কর্নওয়াল ও রোস্টন চেজের স্পিন বিষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল আফগানরা। ফলে মাত্র ৩ উইকেট হাতে নিয়ে ১৯ রানে এগিয়ে ছিল আফগানরা। তাই নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তেই ছিল ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় দিন সকালে বাকি ৩ উইকেট থেকে মাত্র ১১ রান যোগ করে দলীয় ১২০ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস। দিনের খেলা শুরুর পর মাত্র ২৯ মিনিট টিকতে পারে আফগানদের লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা। ম্যাচ জয়ের জন্য মাত্র ৩১ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিন ২ রানে অপরাজিত থাকা আফগান উইকেটরক্ষক আফসার জাজাই শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৭ রানে থামেন আউট হন। তার আগে অধিনায়ক রশিদ খান ও পেসার ইয়ামিন আহমাদজাই ১ রান করে আউট হন।

শুক্রবার (২৯ নভেম্বর) পতন হওয়া আফগানিস্তানের ৩ ব্যাটসম্যানকেই শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া আগের দিন কর্নওয়াল-চেজ ৩টি করে উইকেট নিয়েছিলেন।

ম্যাচ জয়ের জন্য মাত্র ৩১ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। অবিচ্ছিন্ন থেকেই টার্গেট স্পর্শ করার পরিকল্পনা ছিল ক্যারিবীয় দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেলের। তবে দলীয় ২২ রানে ব্র্যাথওয়েটকে বিদায় দেন আফগানিস্তানের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি স্পিনার প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট শিকার করা আমির হামযা। ব্রার্থওয়েট ৮ রানে আউট হন।

এরপর শাই হোপকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বাদ দেন ক্যাম্পবেল। ক্যাম্পবেল ১৯ ও হোপ ৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অফ-স্পিনার ১৪৬ কেজি ওজনের দীর্ঘ দেহী কর্নওয়াল। ম্যাচে ১২১ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেন ৬ ফুট ৪ ইঞ্চির কর্নওয়াল।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ১৮৭ ও ১২০, ৪৩.১ ওভার (আহমাদি ৬২, জাদরান ২৩, জামাল ১৫, চেজ ৩/১০)
ওয়েস্ট ইন্ডিজ : ২৭৭ ও ৩৩/১, ৬.২ ওভার (ক্যাম্পবেল ১৯*, ব্রার্থওয়েট ৮, হামযা ১/৫)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ)
সিরিজ : এক ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতলো ওয়েস্ট ইন্ডিজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

কর্নওয়ালের স্পিনে কুপোকাত আফগানিস্তান

কর্নওয়ালের স্পিনে কুপোকাত আফগানিস্তান

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

কোহলির মন্তব্যে চটেছেন গাভাস্কার

কোহলির মন্তব্যে চটেছেন গাভাস্কার

দলের ব্যর্থতার মাঝেও মুশফিক-লিটনের উন্নতি

দলের ব্যর্থতার মাঝেও মুশফিক-লিটনের উন্নতি