স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৯
স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে স্পিনার ইয়াসির শাহর বলে আউট হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা মানেই ইয়াসিরের শিকার স্মিথ। গত সাত ইনিংসেই শাহর শিকার হওয়া স্মিথ এবার প্রতিজ্ঞা করেছেন সিরিজের দ্বিতীয় টেস্টে পুনরায় শাহর শিকার হবেন না।

ব্রিসবেনে প্রথম টেস্টে মাত্র ৪ রান করে ইয়াসিরের বলে সরাসরি বোল্ড আউট হন স্মিথ। এরপর পাকিস্তানি স্পিনার সাত আঙুল উচিয়ে উদযাপন করেন। যার অর্থ হচ্ছে বিশ্ব সেরা ব্যাটসম্যানকে তিনি সাতবার আউট করেছেন।

স্মিথ বলেন, ‘বার বার তার শিকার হয়েছি আমি। যেটা আগামী ম্যাচে তার বলে আউট না হতে আমাকে বেশি উদ্বুদ্ধ করেছে। তার বিপক্ষে ব্যাটিং করার সময় আমি আরও বেশি সুশৃংখল থাকব।’
sportsmail24
গাব্বায় স্মিথের আউট হওয়াটা এ ব্যাটসম্যানের বিরল ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে ৩০ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান তার বিপক্ষে ইয়াসিরের সাফল্য সম্পর্কে অবগত নন।

স্মিথ আরও বলেন, ‘বেশ কয়েকবার তিনি আমাকে আউট করেছেন, আমি কম রানে আউট হয়েছি এবং একটা স্লোগান শুরু হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে দুইবার আমি আউট হয়েছি তবে বেশ কিছু মজার শট খেলেছি। সুতরাং আমি খুব বেশি চিন্তিত নই। ইয়াসির গাব্বাতে সত্যিকারার্থেই ভালো বোলিং করেছে এবং যেখানে স্পিনারদের খুব বেশি কিছু করার ছিল না তারপরও…. এবার এডিলেডে আমরা তাকে মোকাবেলা করতে যাচ্ছি।’

প্রথম টেস্টে ইনিংস ও ৫ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির।



শেয়ার করুন :


আরও পড়ুন

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ

বর্ণবাদের শিকার আর্চার, ক্ষমা চাইবে নিউজিল্যান্ড

বর্ণবাদের শিকার আর্চার, ক্ষমা চাইবে নিউজিল্যান্ড

প্রথমবারের মত টেস্টে মুখোমুখি আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

প্রথমবারের মত টেস্টে মুখোমুখি আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের করণীয় কী, জানালেন কোহলি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের করণীয় কী, জানালেন কোহলি