২৪১ রানে লিড নিয়ে ভারতের ইনিংস ঘোষণার পর শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চার বিরতিতে যাওয়ার আগে মাত্র ৫ ওভার ব্যাট করে ৭ রান সংগ্রহ করতেই দুই উইকেট খুয়িছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারায় বাংলোদেশ।
দলের ও নিজের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে শূন্য রানে আউট হন সাদমান। ওপেনার সাদমান আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক মমিনুল হক।
বাংলাদেশের অধিনায়কও হতাশ করেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন। দলীয় ২ রানে মাত্র ৬ বল মোকাবেলা করে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন টাইগার অধিনায়ক।
মমিনুলের আউট হওয়ার পর ব্যাট হাতে ওপেনার ইমরুল কায়েসের সঙ্গী হন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগ পর্যন্ত ওপেনার ইমরুল কায়েস ৯ বলে ৩ রান এবং মিঠুন ১০ বলে ৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
এর আগে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রানে ২৪১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে। ফলে ২৪২ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।