কলকাতার গোলাপী বলের দিবা-রাত্রির টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই ইনিংস ঘোষণা করলো ভারত। বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৬ রানের বিপরীতে ২৪১ রানের লিড নিয়ে এ ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি।
শনিবার দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা আগ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে ভারত। ফলে বাংলাদেশের সামনে ২৪২ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।
ঐতিহাসিক এ টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে ১০৬ রানেই অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
৩৪৭ রানে ভারত ইনিংস ঘোষণা করায় প্রথম ইনিংসে ১০৬ রান বাংলাদেশের সামনে দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪২ রান। দ্বিতীয় দিন বাংলাদেশ ৪৪ ওভার ব্যাটিং করতে পারবে।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শুক্রবার বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে ব্যাট করতে নামে ভারত। প্রথম দিনে শেষে ৩ উইকেটে ১৭৪ রান করে ভারত। ৭ উইকেট হাতে নিয়ে ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শনিবার ব্যাট করতে নামে ভারত।
দ্বিতীয় ব্যাট করতে নেমে ভারতের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৩৬ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। তার এ রানে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ে রেকর্ড ভাঙেন কোহলি।
বিরাট কোহলি ছাড়া চেতেশ্বর পূজারা ৫৫, আজিঙ্কা রাহানে ৫১, রোহিত শর্মা ২১, ঋদ্ধিমান সাহা অপরাজিত ১৭, মায়াঙ্ক আগারওয়াল ১৪, রবীন্দ্র জাদেজা ১২, রবীচন্দ্রন অশ্বিন ৯, উমেশ যাদব শূন্য ও ইশান্ত শর্মা শূন্য রান করেন।
বাংলাদেশের আল-আমিন ও এবাদত ৩টি করে, আবু জায়েদ ২টি এবং তাইজুল ১টি উইকেট নেন।