সিরিজের শেষ ও দ্বিতীয় ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহাসিক এ ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মমিনুল হক।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক এ টেস্ট ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলোদেশ। প্রথম টেস্টে খেলা দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে একাদশের বাইরে রাখা হয়েছে।
অন্যদিকে তাদের পরিবর্তে একাদশে জায়ড়া পেয়েছেন ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান ও পেসার আল আমিন হোসেন। তবে ভারতের একাদাশে কোন পরিবর্তন আনা হয়নি। সিরিজের প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছেন বিরাট কোহলি।
বাংলাদেশের স্কোয়াডে থাকা কেউ এখন পর্যন্ত কেউ দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেননি। পুরোপুরি নতুন চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছেন মমিনুলরা।
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাইম হাসান, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন ও এবাদত হোসেন।
ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদভ ও মোহাম্মদ শামি।