দিবা-রাত্রির টেস্টে স্পিনারদের পরামর্শ দিলেন ভেট্টোরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ২০ নভেম্বর ২০১৯
দিবা-রাত্রির টেস্টে স্পিনারদের পরামর্শ দিলেন ভেট্টোরি

ভারতীয় ব্যাটসম্যানদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে আক্রমণাত্মক না হয়ে বরং বাংলাদেশি স্পিনারদের মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন টাইগারদের স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরির। দেশের মাটিতে প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে সবসময় দুর্দান্ত ভারতের ব্যাটসম্যানরা। এ জন্য ভারতীয় ব্যাটসম্যানদের রান আটকানোর দিকে নজর দিতে বলছেন ভেট্টোরি।

ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে পরাজিত হওয়া ম্যাচে বাংলাদেশি স্পিনারদের বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। শুক্রবার কলকাতায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যা দিবা-রাত্রির টেস্ট। তাই শিশিরের কারণে ফ্লাড লাইটে পরিস্থিতি মোকাবেলা করা বোলারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।

ভেট্টোটি মনে করেন দিনের আলোতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাতের বেলা তাদের জন্য দুঃস্বপ্ন হতে পারে। তবে ভারতীয়রা যেহেতু স্পিনারদের ভালো খেলে থাকে, তাই ম্যাচে বাংলাদেশের স্পিনারদের ভালো সুযোগও দেখছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ভারতের মাটিতে ৮ ম্যাচে ৩১ উইকেট নেয়ার অভিজ্ঞতাসম্পন্ন ভেট্টোরি বলেন, ‘ ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে স্পিন বোলিং আমার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। গেল তিন-চার বছর ধরে সফরকারী স্পিনারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলছে ভারতীয়রা। বাইরের স্পিনাররা যারাই এখানে খেলেছেন সকলেই অনেক চাপের মধ্যে পড়েছেন, আর এটি হয়েছে উইকেটের প্রকৃতির কারণে। এছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের অনেক দক্ষতাও রয়েছে। এখানে বাইরের দেশের স্পিনারদের ভালো করা কঠিন। কারণ ভারতের উন্নত মানের ব্যাটসম্যান রয়েছে।’
sportsmail24
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি আমাদের স্পিনারদের কতটা চাপে রেখেছে মায়াঙ্ক আগারওয়াল। এমনকি আজিঙ্কা রাহানেও। তাই এটি কঠিন চ্যালেঞ্জ। ইন্দোরে উইকেট ভালো ছিল। তবে কাজ করার মত অনেক কিছুই ছিল না। এখানেও একই রকম উইকেট থাকতে পারে।’

ভেট্টোরির পরামর্শ হলো- স্পিনারদের মিতব্যয়ী হতে হবে এবং ব্যাটসম্যানদের ওপর যতটা সম্ভব চাপ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ‘বাইরের স্পিনাররা নিজ দেশের ন্যায় এখানে আধিপত্য বিস্তার করে খেলবে আমি সেটা মনে করি না। তারচেয়ে বরং ইকোনোমি রেটে নজর দেয়া উচিত- হতে পারে প্রথম ইনিংসে ৬০ রানে ২ উইকেট বা ৭০ রানে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও তা চেষ্টা করা। এখানে সঠিক উপায় এটিই।’

একই সাথে ভেট্টোরি গোলাপি বলে স্পিনারদের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘সূর্যের আলোতে খেলা প্রথম দুই সেশন খুবই গুরুত্বপূর্ণ হবে। স্পিনাররা গোলাপি বলে ম্যাচ খেলেনি। পেসারদের ক্ষেত্রে একই। কিন্তু আমি এখনও মনে করি, এমন ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে। প্রথম দুই সেশনে স্পিনাররা সত্যিই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেশির ভাগ টেস্ট ম্যাচে একটা সময় স্পিনারদের প্রয়োজন পড়ে।’

এসজি বলে অতিরিক্ত বার্ণিশের স্পিনারদের কার্যকারিতায় কোন প্রভাব ফেলবে না বলেও বিশ্বাস ভেট্টোরির। তিনি বলেন, ‘শুরুতে তারা সবাই এসজি বলে উপভোগ করবে। সুতরাং স্পিনারদের জন্যই উপভোগ্য হবে। পক্ষে বল করা উপভোগ্য হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স

এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স

ইডেনের দিবা-রাত্রির টেস্ট বড় পরীক্ষা : সৌরভ গাঙ্গুলি

ইডেনের দিবা-রাত্রির টেস্ট বড় পরীক্ষা : সৌরভ গাঙ্গুলি

ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন

ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত