নিউজিল্যান্ড টেস্ট দলে ফার্গুসন, ফিরলেন উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ১৬ নভেম্বর ২০১৯
নিউজিল্যান্ড টেস্ট দলে ফার্গুসন, ফিরলেন উইলিয়ামসন

প্রথমবারের মত নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিড তারকা লোকি ফার্গুসন। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টের জন্য অধিনায়ক কেন উইলিয়ামসনকেও ফিট ঘোষণা করা হয়েছে।

নিতম্বে ইনজুরির কারণে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজ খেলতে পারেননি আইসিসি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন জানান, দুই সপ্তাহের বিরতির পর উইলিয়ামসনকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ফলে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই অংশগ্রহণের সুযোগ পাবেন তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) আগামী দুই মাস ধরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ নভেম্বর।

স্কোয়াড ঘোষণার সময় লারসেন বলেন, বিগত কয়েকদিনে উইলিয়ামসনের ভালো উন্নতি ঘটেছে। মানসম্পন্ন এ অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা দলে স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, লোকি যে জাতীয় দলের কড়া নাড়াচ্ছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। শেষ পর্যন্ত তাকে টেস্ট দলের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত।

নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার ও বিজে ওয়াটলিং।



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাডম্যানকে পেছনে ফেললেন আগারওয়াল

ব্রাডম্যানকে পেছনে ফেললেন আগারওয়াল

দেশের মাটিতে কোহলির তৃতীয় ‘ডাক’

দেশের মাটিতে কোহলির তৃতীয় ‘ডাক’

মুরলিধরনকে ছুঁলেন অশ্বিন

মুরলিধরনকে ছুঁলেন অশ্বিন

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি