চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বুধবার মমিনুল হকের অপরাজিত ১৭৫ রানের সুবাদে ৪ উইকেটে ৩৭৪ রান করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য যত বেশি সম্ভব রান করা। কিন্তু বাংলাদেশকে ৫শ’ রানের নিচে আটকে রাখার কথা বললেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা।
প্রথম দিন শেষে এক সংবাদ সম্মেলনে সামারাবিরা বলেন, ‘আসলে পিচের আচরণ সম্পর্কে জানতে হলে আমাদের ব্যাট করতে হবে। আমি মনে করি ভালো ব্যাটিং উইকেট। তবে আজকের দিনের শেষ দু’টি উইকেট আমাদের জন্য দারুণ কিছু ছিল। বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে হবে। বিশেষ করে আগামীকাল (বৃহস্পতিবার) প্রথম সেশনে। তাদেরকে ৫শ’ রানের নিচে আটকে রাখতে হবে। আজ (বুধবার) অবশ্য আমরা ৩০-৪০ রান বেশি দিয়েছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় উইকেটে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে রেকর্ড জুটি ছিল মমিনুলের। দিন শেষে মমিনুলের অপরাজিত ১৭৫, তামিম ফিফটি ও মুশফিকুর রহিমের ৯২ রানের সুবাদে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪ রান।