টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে তৃতীয়বারের মতো ‘ডাক’ মারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার (১৫ নভেম্বর) কোহলি এ স্বাদ দিয়েছেন বাংলাদেশের ডান-হাতি পেসার আবু জায়েদ। দেশের মাটিতে তৃতীয়বারের মতো হলেও কোহলি এটি টেস্ট ক্যারিয়ারে দশম।
ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোহলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জায়েদ। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন কোহলি।
৮৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০মবারের মত শূন্য রানে আউট হন কোহলি। তবে দেশের মাটিতে তৃতীয়বারের মত শূন্য রানে আউট হলেন তিনি। ২০১১ সালে টেস্টে অভিষেকের পর ২০১৭ সালে দেশের মাটিতে প্রথম শূন্য রানে আউট হন কোহলি।
পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ বল খেলে আউট হন এ ডান-হাতি ব্যাটসম্যান। ঐ বছরই নভেম্বরে কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ১১ বল মোকাবেলা করে খালি হাতে মাঠ ছাড়েন কোহলি। দুই বছর পর আবারও দেশের মাটিতে শূন্য রানে আউটের লজ্জা পেলেন বিরাট কোহলি।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে শূন্য রানে আউট হলেন কোহলি। ২০০৪ সালে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেটের বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি।