মুরলিধরনকে ছুঁলেন অশ্বিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০১৯
মুরলিধরনকে ছুঁলেন অশ্বিন

ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ২ উইকেট শিকার করেছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এ দু’উইকেট শিকারে দেশের মাটিতে ৪২তম টেস্টে ২৫০ উইকেট শিকারের নজির গড়েছেন তিনি।

সেই সাথে দেশের মাটিতে দ্রুত ২৫০ উইকেট শিকারে কিংবদন্তি স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরনের রেকর্ড স্পর্শ করেন অশ্বিন। কারণ ৪২ টেস্টে দেশের মাটিতে ২৫০ উইকেট শিকার করেছিলেন মুরলিও। যা টেস্ট ফরম্যাটে দেশের মাটিতে দ্রুত ২৫০ উইকেট শিকারের রেকর্ড।

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে মমিনুল হককে শিকার করে দেশের মাটিতে ক্যারিয়ারের ২৫০তম উইকেট নেন অশ্বিন। এ শিকারের মধ্যে দিয়ে মুরলির পাশে বসেন তিনি।

দেশের মাটিতে ৭৩ টেস্টে ৪৯৩ উইকেট শিকার ক্যারিয়ার শেষ করেছেন মুরলি। লঙ্কান স্পিনারকে স্পর্শ করতে এখনো বহু দূর যেতে হবে অশ্বিনকে। যেখানে এখন পর্যন্ত ৬৯ টেস্টে ৩৫৯ উইকেট ঝুলিতে আছে অশ্বিনের।

গত মাসে (অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টেস্ট ক্যারিয়ারে দ্রুত ৩৫০ উইকেট শিকারের নজির গড়েছিলেন অশ্বিন। এখানেও মুরলিধরনকে স্পর্শ করেছিলেন ভারতের এ স্পিনার। মুরালির মত ৬৬তম টেস্টে ক্যারিয়ারের ৩৫০ উইকেট শিকার করেছিলেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এটিও একটি রেকর্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে রোহিতের ৩৫০

ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে রোহিতের ৩৫০

ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন

ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি

এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স

এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স