১০ বছর পর পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ এএম, ১৫ নভেম্বর ২০১৯
১০ বছর পর পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাটিতে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে (ডিসেম্বর-২০১৯) পাকিস্তান সফরে রাজি হয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কা দলের সফরের মাধ্যমে পাকিস্তানে টেস্ট নির্বাসনের অবসান ঘটবে। ২০০৯ সালে পাকিস্তান সফরে এ শ্রীলঙ্কান ক্রিকেট দলই লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। এরপরই নির্বাসিত হয় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। ফলে সেই শ্রীলঙ্কার কাছ থেকেই এমন আস্থার ভোট পাওয়াটা পাকিস্তানের জন্য বিশাল অর্জন।

১০ বছর আগে লাহোরে লঙ্কান টিম বাসে ইঙ্গ হামলায় নিহত হয়েছিল তাদের নিরাপত্তায় নিয়োজিত ছয় পুলিশ সদস্য ও দুইজন বেসামরিক ব্যক্তি। এ সময় লঙ্কান দলের সাত খেলোয়াড়ও আহত হয়েছিলেন।

ওই ঘটনার পর নিরাপত্তাহীনতার শঙ্কায় বিদেশি দলগুলো পাকিস্তান সফরে রাজি না হওয়ায় পাকিস্তান নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করতে শুরু করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তায় নাটকীয় উন্নতি ঘটেছে। সংক্ষিপ্ত পরিসরে হলেও সেখানে ফিরে আসে আন্তর্জাতিক ক্রিকেট।

২০১৫ সালে প্রথম বিদেশি দল হিসেবে পাকিস্তানে ওয়ানডে ও টি-২০ ক্রিকেট খেলতে যায় জিম্বাবুয়ে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হয় বিশ্ব একাদশের সঙ্গে টি-২০ সিরিজ। একই বছরের শেষভাগে সেখানে অনুষ্ঠিত হয় একটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। যেখানে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ২০১৮ সালে পাকিস্তান সফরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

গত মাসেই পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করেছে শ্রীলঙ্কা দল। এ সময় করাচি ও লাহোরে টি-২০ ম্যাচেও অংশ নিয়েছে তারা।

পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত মাসের সফর দারুণভাবে সফল হওয়ার পর শ্রীলঙ্কার কাছ থেকে সবুজ সংক্ষেত পেয়েই আজ (বৃহস্পতিবার) দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে। আর ১৯ থেকে ২৩ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

পিসিবি জানায়, শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ও টি-২০ সিরিজে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থাই প্রাধান্য পায়নি। বরং স্টেডিয়ামে দর্শকদের বিপুল উপস্থিতিও প্রমাণ করেছে দেশটি এখন এ খেলার জন্য যথেষ্ঠ নিরাপদ। একই সঙ্গে এটি পাকিস্তানের জন্য একটি দারুণ খবর। এর মাধ্যমে পাকিস্তান বিশ্বের অন্য দেশগুলোর জন্যও নিরাপদ ভাবমূর্তির সৃষ্টি করবে।

পিসিবির বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার বক্তব্যও উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছেন, এ সূচি নিশ্চিত হওয়ায় তারা ‘সন্তুষ্ট’। আমরা নিশ্চিত, সেখানকার কন্ডিশন টেস্ট ক্রিকেটের জন্য মানানসই হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ফিক্সিং নিয়ে বোমা ফাটালেন শোয়েব আখতার

ফিক্সিং নিয়ে বোমা ফাটালেন শোয়েব আখতার

বল টেম্পারিং করে ধরা খেলেন শেহজাদ

বল টেম্পারিং করে ধরা খেলেন শেহজাদ

প্রস্তুত পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর

প্রস্তুত পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর